পি সি দাশ, শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্টিত হয়।
উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, অফিসার ইনচার্জ আসরাফুল ইসলাম, আটগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী, উপজেলা দু্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেমন্ত কুমার সরকার ও শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।