স্থানীয় মুক্তিযোদ্ধা জ্যোতিষ ভৌমিক জানালেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনেক ভালো কাজ করছেন। তিনি সম্প্রতি হাসপাতাল সড়কে অবৈধভাবে বসা টঙ দোকানগুলো উচ্ছেদ করে এই সড়ককে প্রশস্ত করেছেন। মানুষ এজন্য খুশী হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে আবার আগ্রহীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ওখানে স্থায়ী দোকান কোঠা নির্মাণ করা হচ্ছে। এই দোকানকোঠা নির্মাণে উপজেলা পরিষদের সামান্য আয় হয়তো বাড়বে। কিন্তু গুরুত্বপূর্ণ একটি সড়ক স্থায়ীভাবে সরু হবে। একই ধরনের মন্তব্য করলেন স্থানীয় বাসিন্দা প্রসেন দাস, আব্দুর রাজ্জাক, জহরলাল সরকার ও একরামুল ইসলাম।
স্থানীয় লোকজন জানালেন, গুরুত্বপূর্ণ এই সড়কের প্রস্ত ১২-১৩ ফুট, এরমধ্যে দোকানকোঠা নির্মাণে লাগবে ৫ ফুট। তাহলে পথটির অবস্থা কী হবে?
স্থানীয়রা বললেন, গত শুক্রবার উপজেলা সদরে বের হওয়া জন্মাষ্টমীর র্যালি নির্মাণাধীন ওই স্থাপনার জন্য এই সড়ক দিয়ে যায় নি। অথচ. এটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদীর আহমদ বলেন, স্থানীয়রা যদি মনে করেন, এখানে দোকানকোঠা বা স্থায়ী স্থাপনা নির্মাণ করা ঠিক হবে না, তাহলে আমরা কাজ বন্ধ করে দেব।
Posted ১:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৬ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad