পি সি দাশ শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর বাজারে চড়াদামে লবণ বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আল মুক্তাদির হোসেন মঙ্গলবার বেলা ১১টায় আনন্দপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রিয়ম স্টোর পরিচালক রথীন্দ্র রায়কে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। এসময় অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশজুড়ে লবণ নিয়ে গুজব ছড়িয়ে পড়ায় ভোক্তাগণ বিভ্রান্তির স্বীকার হচ্ছেন। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসন বিভিন্ন হাট-বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে। তিনি আরো জানান, এ বাজারের প্রিয়ম স্টোর হতে আনন্দপুর গ্রামের ভোক্তা দেবাশীষ রায় ২৫কেজি লবণ ক্রয় করলে দাম রাখা হয় ৭শ’ টাকা। প্রতি কেজি লবণের মূল্য ১৮টাকার রাখার কথা থাকলেও তিনি প্রতি কেজি লবণের দাম রাখেন ২৮টাকা। গুজবকে কাজে লাগিয়ে চড়াদামে লবণ বিক্রি করায় তাকে আর্থিক ভাবে জরিমানা করা হয়েছে।