শাল্লা প্রতিনিধি:
শাল্লায় হাওর রক্ষা বেশ কয়েকটি বাঁধের কাজ শুরু হয়েছে। বুধবার ছায়ার হাওরের ১০০ থেকে ১০৭ নং পি আইসির কাজ উদ্ধোধন করা হয়। উদ্ধোধনে অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী শমশের আলী মন্টু, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত স্থানীয় কৃষকরা জরুরি বিত্তিতে বাঁধের কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান। উপজেলায় ৯৬ কিলোমিটার বাঁধের মধ্যে ১৩৭ টি প্রকল্পে ২৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার।
উপজেলার বরাম হাওর,ভান্ডা হাওর,উদগল হাওর, ছায়ার হাওর,কুশিয়ারা নদীর ডানতীর,ভেড়াডহর হাওর, কালিকোটা হাওর,সহ প্রত্যেকটি হাওরে কিছু কিছু বাঁধের কাজ শুরু হয়েছে বলে বাঁধের পাশের লোকজন জানান।