শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় হবিবপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক ৩ জন সচিবকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১ টায় পরিষদ কর্তৃক আয়োজিত ইউপি পরিষদের নিজ কার্যালয়ে উক্ত সভায় যাদেরকে সম্মানিত করা হয়েছে তারা হলেন সাবেক ইউপি সচিব ভানু চাঁদ দাস জেলায় ২০২০ সনে শ্রেষ্ঠ সচিব হিসেবে নির্বাচিত সদ্য বিদায়ী সচিব জগন্নাথ বনিক ও সদ্য যোগদানকৃত সচিব সমীর সরকার।
অত্র ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল এর সভাপতিত্বে সচিব সমীর সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য লালচান মিয়া, টিপু সুলতান, সুব্রত সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক পি সি দাশ পীযূষ, বিদায়ী সচিব জগন্নাথ বনিক, সাবেক সচিব ভানু চাঁদ দাস প্রমুখ। এসময় সভায় আবেগঘন পরিবেশ তৈরি হয়। সভায় ইউপির সকল সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে তিন সচিবের হাতে ক্রেস্ট ও টি শার্ট তুলে দেন চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার সহ উপস্থিত সুধীজন।