অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে তিনি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের ফিরোজা বেগম (৭০)। বৃহস্পতিবার রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায় তিনি শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে ৮জুন তাকে শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। পরে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।
Posted ৯:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad