মখলিছ মিয়া, বানিয়াচং প্রতিনিধি : লাখ লাখ মুসল্লির অংশ গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর জানাযা। ৬ জানুয়ারি সোমবার সকাল সাড়ে দশটার দিকে জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮২ বছর। আল্লামা হবিগঞ্জী সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসায় প্রায় ৫৫ বছর যাবত হাদীসের দরস দিয়েছেন। বৃহত্তর সিলেটের এক ঐতিহ্যবাহী দ্বীনী পরিবারে তার জন্ম। তাঁর পিতা শাইখ আব্দুন-নূর রহ.ছিলেন একজন বিজ্ঞ আলেম ও সমাজ সংস্কারক। তাঁর নানা আল্লামা আসাদুল্লাহ রহ. বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম সারির একজন মুজাহিদ ছিলেন। হবিগঞ্জ এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও সমাজ সংস্কারকও ছিলেন তিনি। তাঁর মামা মাওলানা মুখলেছুর রহমান ছিলেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ.এর খলীফা।
উল্লেখ্য. দেশের বিশিষ্ট এ হাদিস বিশারদ ও রাজনীতিবিদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুদিন আগেও তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকাৎসাধীন ছিলেন। স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।
Posted ১১:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad