শিক্ষাই পারে একটি জাতিকে আলোকিত জাতি হিসাবে রুপ দিতে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার,দারিদ্র্য মুক্ত সমৃদ্ধশালী আত্মমর্যাদা পূর্ন বাংলাদেশ গড়তে এবং শিক্ষার আলো সর্বত্র পৌছে দিতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এরই লক্ষে প্রতিটি এলাকা প্রতিষ্ঠা করা হচ্ছে স্কুল,কলেজ ও মাদ্রাসা।
গতকাল বুধবার সকাল ১১ ঘটিকার সময় লাখাই উপজেলার একমাত্র সরকারী কলেজ
লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত নবীন বরণ -২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এম,পি।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেন।
লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে ও প্রভাষক রাজিব কুমার আচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,লাখাই উপজেলার নির্বাহী অফিসার মোসা: শাহিনা আক্তার, লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন,লাখাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া বেগম,হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান,সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী,সিনিয়র প্রভাষক তাপস কিশোর রায়,নবীন শিক্ষার্থী মধ্যে বক্তব্য রাখেন ১ম বর্ষের ছাত্র তোফা।
অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন প্রভাষক আলী আজম,গীতা থেকে পাঠ করেন প্রভাষক কৃষ্ণ কুমার বনিক।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ২য় বর্ষের শিক্ষার্থী সালমান মোল্লা।
অন্যন্যদের মধ্যে আর ও বক্তব্য রাখেন আব্দুল মতিন মাষ্টার, আব্দুল করিম মেম্বার,ফারুক আহমেদ,এডভোকেট খোকন চন্দ্র গোপ,এডভোকেট জুনাঈদ আহমেদ তালুকদার, খাইরুদ্দিন আহমেদ ও শরিফুল আলম রনি।
Posted ১০:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad