সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে : লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদের সাথে লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ কালে নবনির্বাচিত লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের নের্তৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ কে শুভেচ্ছা জানান ও সম্মাননা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মহসিন সাদেক,সহ-সভাপতি জুনাইদ আহমেদ চৌধুরী,সাধারণ সম্পাদক নিতেশ দেব, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়,দপ্তর সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস,নির্বাহী সদস্য আবুল কাশেম, রফিকুল ইসলাম,আব্দুল মতিন ও সেলিমুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ সামাজিক উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং দেশকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে।
তিনি আর ও বলেন তথ্য প্রযুক্তির এই যুগে লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাব উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে নবগঠিত লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাব কে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।