সুমন আহমেদ বিজয়, লাখাই : মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচন্ন গ্রাম পরিচন্ন শহর কর্মসূচির শুভ উদ্বোধনের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় লাখাই উপজেলার ২ নং মোড়াকরি ইউনিয়ন পরিষদ সারা দেশের ন্যায় পরিচন্ন গ্রাম পরিচন্ন শহর কর্মসূচির কার্যক্রমে অংশগ্রহণ করেন।
গতকাল বেলা ১২ টার সময় ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচন্ন গ্রাম পরিচন্ন শহর কর্মসূচি কার্যক্রমে অংশ গ্রহণ করেন ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, ২নং মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাপ মাষ্টার, মোড়াকরি গ্রামের বিশিষ্ট মুরুব্বি গিয়াস উদ্দিন মিয়া, আওয়ামীলীগ নেতা মাহফুজ মিয়া সহ মোড়াকরি ইউনিয়ন পরিষদের সদস্য মহিলা সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।