সুমন আহমেদ বিজয়, লাখাই থেকেঃ করোনার মহামারী সংকটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের লাখাইয়ে করোনার প্রভাবে বেকার হয়ে যাওয়া হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের লোকজন সহ কর্মহীন রিক্সা চালক ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিলিয়ে যাচ্ছেন হবিগঞ্জের লাখাই উপজেলার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুকুর রহমান মাসুক।
গত কয়েকদিনে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ৬ শতাদিক গৃহমুখী মানুষের মাঝে ত্রান বিতরণের পর এবার উপজেলার বুল্লা বাজারে শতাদিক হতদরিদ্র রিক্সা ও ভ্যান চালকদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয় তার পক্ষ থেকে।
রবিবার বেলা ১১ ঘটিকার সময় বুল্লা বাজারস্থ বৈশাখী স্পেন ট্রের্ডাসের সামনে নিরাপদ দুরুত্ব বজায় রেখে উপহার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সঞ্চিতা কর্মকার।
সুবিদা বঞ্চিত মানুষের জন্য ব্যক্তি উদ্যোগে এই আয়োজনের ভুয়সী প্রশংসা করে সহকারী কমিশনার সঞ্চিতা কর্মকার বলেন, দুঃসময়ে এভাবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
এব্যাপারে মাসুকুর রহমানের সাথে এ প্রতিনিধির আলাপকালে তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ, সৃষ্টি সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে লক্ষে মানবিক সেবার এই কার্যক্রম চালিয়ে যাবো।
উপহার সমাগ্রী বিতরন কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহম্মদ, যায়যায়দিন ও প্রতিদিনের বাণী লাখাই প্রতিনিধি সাংবাদিক মহসিন সাদেক সিলেটের জনপদ এর লাখাই প্রতিনিধি সাংবাদিক সুমন আহমেদ বিজয়।
উল্লেখ্য ইতিপুর্বে তিনি উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাংবাদিকদের হাতে পিপি ও মাস্ক তুলে দেন।