সুমন আহমেদ বিজয়, লাখাই : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে লাখাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধের কারণে গৃহবন্দী অসহায়, ক্ষতিগ্রস্ত, গরিব, খেটে খাওয়া মানুষের মাঝে ৪নং বামৈ ইউনিয়নের বেশ কিছু গ্রামের ৫০টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি মসুর ডাল ও আধা লিটার তেল বিতরণ করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সঞ্চিতা কর্মকার বলেন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সবাই কে নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য আহ্বান জানান। তিনি আর ও বলেন এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।