সুমন আহমেদ বিজয়,লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার ঐতিহ্যবাহী সিংগ্রামে “সিংহগ্রাম মাইজহাটি রুপ্যকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে লাখাই উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু এর সভাপতিত্বে সিংহগ্রাম মাইজহাটি নিউ ফিল্ড মাঠে মাইজহাটি লায়ন স্পোটিং ক্লাব বনাম ভাদিকারা শেখ ভানু শাহ একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় ভাদিকারা শেখ ভানু শাহ একাদশ ৩৩ রানে বিজয়ী হয়। খেলা শেষে বিজীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সিংহগ্রাম মাইজহাটি রুপ্যকাপ টুর্নামেন্টের প্রধান অতিথি লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা আওয়ামীলীগ নেতা বুল্লা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মাসুকুর রহমান মাসুক, রফিক মিয়া তালুকদার মেম্বার, আশরাফুল ইসলাম শের আলম, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল, তরুণ সমাজসেবক জিয়াউর রহমান জনি।
উপস্থিত ছিলেন বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুর রহমান এমদাদ, শিক্ষানবীশ এডভোকেট সুমন আহমেদ বিজয়, হারুন মেম্বার, যুবলীগ নেতা সোহেল রানা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
খেলায় মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাব টসে জিতে ভাদিকারা শেখ ভানু শাহ একাদশ কে ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানায়।ভাদিকারা শেখ ভানু শাহ একাদশ ১৪২ রানে অল আউট হয়। ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নামে স্বাগতিক সিংহগ্রাম মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাব। ১৪৩ রান তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১১০ রানেই অল আউট হয়ে যায় সিংহগ্রাম মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাব, ফলে ৩৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন ভাদিকারা শেখ ভানু শাহ একাদশ।
ম্যাচ পরিচালনা করেন বুল্লা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শেলিনার ফালকি পরিবহনের স্বত্বাধীকারী আশিক আহমেদ রাজিব ও কালাউক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বেদেনা হক এর স্বত্বাধিকারী মোফাজ্জল হক।
টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫৫ রানের মালিক হন সিংহগ্রাম মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাব এর ওপেনিং ব্যাটসম্যান্ট আনিসুজ্জামান বাপ্পি ও সর্বোচ্চ ১৩ উইকেট লাভ করেন সিংহগ্রাম মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাবের বোলার আসাদুজ্জামান আরিফ। ম্যান অব দি সিরিজ হন সিংহগ্রাম মাইজহাটি লায়ন স্পোর্টিং ক্লাব এর অলরাউন্ডার মিঠু তালুকদার।
প্রধান অতিথি বক্তৃতায় আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ বলেন, বর্তমান সরকার খেলাধুলা বান্ধব সরকার, খেলাধুলার মানোন্নয়ন বর্তমান সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছেন। তিনি যুব সমাজ কে মরণব্যাধি মাদকের ছোবল থেকে সরে খেলাধুলা ও লেখা পড়ায় মনযোগ দেওয়ার আহবান জানান।