সুমন আহমেদ বিজয়, লাখাই থেকেঃ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ৯ জন বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “ফার্ড” এর উদ্যোগে ৩৬ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বুল্লা বাজারে ফার্ডের অস্থায়ী কার্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মরণব্যাধী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে লাখাইয়ে সামাজিক সংগঠন “ফার্ড”এর উদ্যোগে অসহায়, হতদরিদ্র, দিনমজুর ও কর্মহীন ৩৬ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ফার্ডের পরিচালক সাংবাদিক সুমন আহমেদ বিজয় ,পরিচালক টিটু মোদক ও পরিচালক রুপম গোপ।
প্রতিটি পরিবারকে দেয়া হয় ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ৫০০ সোয়াবিন তেল, ১ কেজি লবন ও একটি সাবান।
উল্লেখ্য লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৬ সালের ৯ জন বন্ধুদের নিয়ে ২০১৭ সালে গঠিত হয় ফার্ড নামে একটি সামাজিক সংগঠন।