সুমন আহমেদ বিজয়, লাখাই : করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সর্বস্তরের জনগণ কে সচেতন করার উদ্দেশ্যে লাখাই উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে মাঠ পর্যায়ে সেনাবাহিনী লাখাই উপজেলার বিভিন্ন হাট বাজারে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য টহল অব্যাহত রয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকে লাখাই উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ প্রয়াসে সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টায় উপজেলার বামৈ বাজার, মোড়াকরি বাজারসহ উপজেলার প্রত্যেকটি বাজারের সড়ক ও অলি-গলিতে টহল দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।
এদিকে বাজারে বাজারে সেনাবাহিনী নামার পরে বাজারের মোড়ে মোড়ে সাধারণ মানুষের জনসমাগম প্রায় একেবারে কমে এসেছে।
রাস্তাঘাট ও অনেকটা ফাঁকা দেখা গেছে ।
মোড়াকরি বাজারে সেনাবাহিনীর টহল পরিচালনাকালে উপস্থিত ছিলেন মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল।