সুমন আহমেদ বিজয়,লাখাই প্রতিনিধি : ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ শ্লোগানকে সামনে রেখে লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৯ পালিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় এ দিবস পালন করা হয়।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে লাখাই উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম জজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসা: শাহীনা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)সঞ্জিতা কর্মকার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম,উপজেলা পল্লীবিদ্যুৎ কর্মকর্তা রোকন উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে।
Posted ১:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad