সুমন আহমেদ বিজয়, লাখাই প্রতিনিধি :
লাখাইয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে প্রথমবারের মত জাতীয় বীমা দিবস।
বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি স্লোগানে সারাদেশের ন্যায় লাখাইয়ে জাতীয় বীমা দিবস ২০২০ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে রোববার সকালে লাখাই উপজেলা চত্বরের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম ,মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার,উপজেলা সমবায় অফিসার ইসমাঈল তালুকদার রাহী, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর জেলা সমন্বয়কারী নেপাল চন্দ্র সূত্রধর ও বিভিন্ন বীমার কর্মকর্তা কর্মচারীও সাংবাদিকবৃন্দ।
সভায় বীমা উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান এবং ২ জন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বীমা গ্রাহককে প্রস্তাবিত মেয়াদ শেষে চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার।