সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে : সবাই মিলে হাত মিলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে লাখাইয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২০।
রবিবার দিবসটি উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসনিক চত্বর থেকে বের হয় র্যালী।র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিলিত হয় আলোচনা সভায়।
র্যালী শেষে বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী।