সুমন আহমেদ বিজয়, লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার স্হানীয় বুল্লা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।এসময় বুল্লা বাজারের তিন ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার বিকাল সাড়ে চারটার দিকে লাখাইর স্থানীয় বুল্লাবাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এর নের্তৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময় স্বাস্হ্য বিধি না মেনে দোকান খোলার অপরাধে সুরেশ মোদক ২ হাজার টাকা, জীবন দাস ২ হাজার টাকা ও চা দোকানী মাসুক মিয়া কে ৫ শত টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।
এসময় মাস্ক বিহিন জন সাধারনের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহায়তা করেন লাখাই থানার এসআই অঞ্জন চন্দ্র দেবের নের্তৃত্বে একদল পুলিশ।