সুমন আহমেদ বিজয়,লাখাই থেকে : লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে।গতকাল রবিবার বিকাল অনুমান ৫ টার সময় বামৈ আলা উদ্দিন মার্কেটের সামনে এ দুর্ঘনাটি ঘটে।
গুরুতর আহত বৃদ্ধ হলেন বামৈ গ্রামের মৃত আশ্বব আলীর পুত্র তৈয়ব আলী (৭০)।
স্হানীয় ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়,লক্ষিপুর গ্রামের জানু মিয়ার ছেলে মফিজুল মিয়া(২০) কাঠিয়ারা থেকে লক্ষিপুর যাওয়ার পথে বামৈ আলা উদ্দিন মার্কেটের সামনে বৃদ্ধা তৈয়ব আলী(৭০) কে পেছন থেকে বেপরোয়া গতির মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিলে সাথে সাথেই রাস্তায় পড়ে যায় তৈয়ব আলী এবং তার দুটি পা ভেঙে যায়।
পরে স্হানীয়রা গুরুতর আহত তৈয়ব আলী কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেপার্ড করে