সুমন আহমেদ বিজয়, লাখাই থেকেঃ হবিগঞ্জের লাখাই উপজেলার বন্যা কবলিত এলাকায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
গতকাল বুধবার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৬ নং ওয়ার্ড পর্যন্ত মোট ৪ শত বন্যা কবলিত পরিবারের মাঝে এবং লাখাই সদর ইউনিয়নের শিবপুর গ্রামের পানি বন্দী ও ক্ষতিগ্রস্ত প্রায় ৩শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ১শত ৪২ টি পরিবারের মাঝে শুকনা খাবার তুলে দেন তিনি।
বন্যা দুর্গত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেব,লাখাই উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরিফ উদ্দিন তালুকদার,বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল,লাখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম মাহফুজ ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, বুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান,নুরুজ মেম্বার ও সোহাগ তালুকদার প্রমুখ।
এমপি আবু জাহির বলেন বর্তমান সরকার হতদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর।
দুর্যোগ ও মহামারীতে আতংকিত না হয়ে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি ধৈর্যের সাথে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার আহবান জানিয়ে তিনি বলেন বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্দশা গ্রস্ত মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করে যাচ্ছেন।