সুমন আহমেদ বিজয়, লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ’র (বিপিএম,পিপিএম সেবা) পক্ষ থেকে লাখাই থানা এলাকায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত রবিবার লাখাই থানা কম্পাউন্ডে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ও লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে শীতার্ত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন,শীতে যারা কষ্ট পায় তাদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। সামাজিক দায়বদ্ধতা থেকে এসপি স্যারের এই উদ্যোগকে স্বাগত জানাই।
তিনি আরো বলেন-জেলা পুলিশের এটি একটি চলমান প্রক্রিয়া। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সেই সাথে সমাজের বিত্তবানদের প্রতি এ ধরণের মহতী কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।
Posted ১:১২ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad