সুমন আহমেদ বিজয়,লাখাই থেকে: লাখাই উপজেলার স্হানীয় বাজার গুলোতে মনিটরিংয়ের অংশ হিসাবে স্হানীয় লাখাই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসা: শাহিনা আক্তারের নেতৃর্ত্বে স্হানীয় লাখাই বাজারে ৩ টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
লাখাই বাজারের ব্যবসায়ী সুধীন দাস (৩২), পিতা- মিন্টু দাস,প্রমি আইসক্রীম ফ্যাক্টরী কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ১০,০০০/-(দশ হাজার টাকা),রতন দেব নাথ, পিতা- সুনীল দেব নাথ (৩৬) কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৯ ও ৪৫ ধারায় ১০,০০০/-(দশ হাজার টাকা) ও কাজল দাস (৪৮), পিতামৃত- কিশোর মোহন দাস কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৩,০০০/-(তিন হাজার টাকা) তিনটি প্রতিষ্টান কে মোট ২৩,০০০/- হাজার টাকা মোবাইল কোর্ট আইনে অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাহিনা আক্তার।
এসময় উপস্হিত ছিলেন লাখাই উপজেলা মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহায়তা করেন লাখাই থানার এস আই মোবারক হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ।
Posted ১:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad