লাখাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সঠিক মাপের জাতীয় পতাকা বিতরণ উপলক্ষে “পতাকা উৎসব”অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাই উপজেলা নির্বাহ অফিসার মোসা: শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত পতাকা উৎসবের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
গোলাম সারোয়ার ভুইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
পতাকা উৎসবে লাখাই উপজেলার ১ শত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ৫ ফুট বাই ৩ ফুট সাইজের জাতীয় পতাকা বিনামূল্যে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মাও: শফিকুল ইসলাম,গীতা থেকে পাঠ করেন দেবাশীষ আচার্য।
পতাকা উৎসবে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সঞ্জিতা কর্মকার,লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন,লাখাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুম,প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ,প্রধান শিক্ষক নুরুল আমীন চৌধুরী ও বিশ্বজিত ভট্ট: প্রমুখ।
সভাপতির বক্তব্যে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসা: শাহিনা আক্তার বলেন- জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান,জাতীয় পতাকার সঠিক মাপ ও জাতীয় পতাকার সঠিক ব্যবহার পদ্ধতি নিশ্চিত করতেই হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের এই উদ্দ্যোগ বলে উল্লেখ করেন।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad