সুমন আহমেদ বিজয়, লাখাই প্রতিনিধি :
লাখাইয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বামৈ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোসা: শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ তার বক্তৃতায় বলেন-বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি করতে সক্ষম হয়েছে। এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ বাড়বে। পুথিগত বিদ্যা পরিহার করে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি মনোযোগ দিতে উপস্থিত শিক্ষার্থীদেও পরামর্শ প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১১:২৮ অপরাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad