সুমন আহমেদ বিজয়, লাখাই থেকেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে লাখাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে গৃহবন্দী অসহায়, ক্ষতিগ্রস্থ, গরিব ও খেটে খাওয়া মানুষের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে ৬ টন চাউল ও ৬০ হাজার টাকা।
লাখাই উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নের অসহায় অসচ্ছল, গরীব ও ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে সমবন্টন ভাবে ১ টন চাল ও ১০ হাজার টাকা বিতরণ করা হবে।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকারের সাথে ফোনে আলাপকালে ত্রাণ বিতরণের বিষয় টি নিশ্চিত করে তিনি জানান করোনা ভাইরাস প্রতিরোধে অসচ্ছলদের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে ৬ টন চাল ও ৬০ হাজার টাকা অর্থাৎ প্রতিটি ইউনিয়নে ১ টন চাল ও ১৫ হাজার টাকা বিতরণ করা হবে।