ছবি- সিলেটের জনপদ
লাখাইয়ে উৎসবমুখর পরিবেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব “পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন”উদযাপিত হয়েছে।
২৩ শে আগস্ট শুক্রবার দিবসটি পালন উপলক্ষে পৃথক পৃথক ভাবে বর্নাঢ্য র্যেলী ও শোভা যাত্রা করেছে সনাতন ধর্মালম্বীগন। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই শাখার আয়োজনে লাখাই উপজেলার বামৈ ও মুড়াকরি থেকে ২ টি,রাঢ়িশাল গ্রামের সনাতনীদের অংশ গ্রহনে ১ টি ও পূর্ব বুল্লা সনাতনী গীতা সংঘের উদ্যোগে ১ টি মঙ্গল শোভা যাত্রা বের হয়।
র্যালী ও মঙ্গল শোভা যাত্রা লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দির পদক্ষিন করে। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই শাখার সভাপতি অমিত ভট্টাচার্য,অজয় চন্দ্রর দেব (ওসি তদন্ত),হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য, এস,আই শ্রী অঞ্জন কুমার আচার্য সহ এলাকার সনাতন ধর্মের বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু রা।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় গীতা পাঠ প্রতিযোগিতা। এতে ৯জন প্রতিযোগীকে বিজয়ী নির্বাচিত করে পুরস্কৃত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
Posted ১০:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad