সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে : লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকারের দূরদর্শিতা হস্তক্ষেপে তাহমিনা আক্তার নীলা (১৪) নামে মোড়াকরি উচ্চ বিদ্যালয়ের এক অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে।
লাখাই উপজেলার মুড়াকরি উত্তর গ্রামে বাল্য বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার বিয়ে বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন।
এসময় মেয়ের মা বাবা মেয়ে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা এই মর্মে অঙ্গিকার প্রদান করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইনে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাল্য বিবাহ নিরুৎসাহিত করার লক্ষে মেয়ের মা, বাবার অঙ্গিকার নামা নিয়ে বিয়ের অনুষ্ঠান পন্ড করা হয়।
এব্যাপারে ঘটনা সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)সঞ্চিতা কর্মকার আমাদের প্রতিনিধি কে সেলফোনে জানান যে, লাখাই উপজেলা কে বাল্য বিবাহ মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আর ও জানান যে বাল্য বিবাহ হচ্ছে সমাজের ব্যাধি, এই ব্যাধি একটি পরিবার কে ধ্বংস করে দেয় উপজেলার কোন জায়গায় বাল্য বিবাহ হচ্ছে এই মর্মে কোন তথ্য থাকলে প্রশাসন কে জানানোর আহবান জানান।
এসময় স্হানীয় ইউপি সদস্য, নের্তৃস্হানীয় ব্যাক্তিবর্গ, মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম ও এএসআই সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।