সুমন আহমেদ বিজয়,লাখাই থেকে: “বহুভাষায় সাক্ষরতা,উন্নত জীবনের নিশ্চয়তা” এই স্লোগান কে সামনে রেখে লাখাইয়ে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯।
দিবসটি পালনের লক্ষে গতকাল রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনিক চত্বর থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হয় র্যালি।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া বেগম,সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিতা কর্মকর্তা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ।
Posted ১১:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad