সুমন আহমেদ বিজয়, লাখাই : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য লাখাই উপজেলা প্রশাসন ফার্মেসী ও সীমিত আকারের মুদি দোকান ছাড়া অনির্দিষ্টকালের জন্য সকল দোকানপাট বন্ধ ঘোষণা করা হলে ও লাখাই উপজেলার বিভিন্ন জায়গায় প্রকাশ্যে চলছে আইসক্রিম বিক্রি।
বিশেষজ্ঞ ডাক্তারগণ ঠান্ডা জাতীয় খাবার কোল্ড ড্রিংকস ও আইসক্রিম না খাওয়ার পরামর্শ দিলে ও কেউই মানছে এই পরামর্শ।
যার ফলে কোমলমতি শিশুরা আইসক্রিম খেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এলাকার সচেতন মহল।
আজ দুপুর ১২ টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় যে লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতা কোমলমতি শিশুদের কাছে আইসক্রিম বিক্রি করছে।