সুমন আহমেদ বিজয়, লাখাই : নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জনসচেতনায় সৃষ্টির লক্ষ্যে লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
আজ (২৬শে, মার্চ)২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা (ফয়সল) উপস্থিতিতে মোড়াকরি ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাজিম উদ্দিন এবং সম্পাদক আব্দুর রাজ্জাক এর সার্বিক তত্বাবধানে সংগঠনটির সদস্যরা মোড়াকরি বাজার সহ গুরুত্বপূর্ণ জনসমাগমে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং জনসাধারণদের কোভিড-১৯ ভয়াবহতা তুলে ধরে সতর্ক করে।
উল্লেখ্য যে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লাখাই উপজেলা প্রশাসন ঔষধ, কাঁচামাল ও মুদির দোকান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ ঘোষনা করলেও মানুষের সমাগম কমছে না।
সংগঠনটির পক্ষ থেকে সবাই সচেতন থাকতে ও করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ জানানো হয়।