সুমন আহমেদ বিজয়, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : লাখাই উপজেলার প্রাণকেন্দ্র খ্যাত স্হানীয় বুল্লা বাজরের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সঞ্জিতা কর্মকার। এসময় তিনি অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো নিভিরভাবে দেখেন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
গত ২৫ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় আগুনে পুড়ে ছাই খবর প্রকাশিত হওয়ার পর গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সঞ্জিতা কর্মকার।
উল্লেখ্য লাখাই উপজেলার প্রাণকেন্দ্র খ্যাত স্হানীয় বুল্লা বাজারে পুড়ে ভস্মীভূত হয়েছে ৩ টি দোকান ও একটি হোটেল। গত রবিবার দিবাগত রাতে প্রায় ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে কয়েক লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
৯৯৯ এ স্হানীয়রা ফোন দিলে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল আব্দুল হাই এর নের্তৃত্বে বুল্লা বাজারে এসে স্হানীয়দের সহায়তায় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মী ও স্হানীয়রা প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের লিডার আব্দুল হাই জানান শর্ট সার্কিট অথবা সোহাগ হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।