সুমন আহমেদ বিজয়, লাখাই থেকেঃ সম্প্রতি সময়ের সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী ব্যাধী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের মফস্বল জনপদ লাখাইর বিভিন্ন এলাকায় হ্যান্ডমাইক হাতে নিয়ে উপজেলার বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ স্হানে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন হবিগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
এ লক্ষ্যে সোমবার উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে মানুষকে অযথা রাস্তায় ঘুরাফেরা না করে বাড়ীতে অবস্থান করা সহ বিভিন্ন ধরনের সচেতনতা মূলক দিক নির্দেশনা প্রদান করেন।
সেই সঙ্গে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ী থেকে বের না হয়ে বাড়ীতে অবস্থান করতে এবং অযথা রাস্তায় কোন ধরনের জটলা, আড্ডা, ভীড়, কাউকে উদ্দেশ্যবিহীন ঘুরাঘুরি না করতে আহবান জানান।
তিনি করোনা ভাইরাস মোকাবেলায় আতংকিত না হয়ে সকল কে সচেতন হয়ে সতর্কতার সাথে সামাজিক দুরত্ব নিশ্চিত করা সহ সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
এদিকে করোনা ভাইরাসের প্রভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত দিনমজুর, খেটে খাওয়া ও হতদরিদ্র দুস্তদের পরিবারের সদস্যদের হাতে সরকার প্রদত্ত ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন সাংসদ আবু জাহির এমপি।
এসময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার,লাখাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোক্তার হোসেন বেনু,করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই কামাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী মোঃ ফরহাদ, লাখাই উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম কাজল।
এছাড়াও উপস্থিত ছিলেন করাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কদ্দুস, বুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম, লাখাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরিফুল আলম রনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন আহমেদ বিজয়, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান বাপ্পি প্রমুখ।