গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান নাছিরুল হক শাহিনকে পদ থেকে অপসারণ করা হয়েছে। সেই সাথে গত বুধবার (১৬সেপ্টেম্বর) থেকে লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়েছে।
রবিবার (২০সেপ্টেম্বর) এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। উল্লেখ্য নাছিরুল হক শাহিন নিয়মবহির্ভূতভাবে বিদেশে চলে যাওয়ায় সাময়িক বরখাস্ত হন। বর্তমানে তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র বসবাস করছেন।
Posted ১১:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad