মো:সাজন আহমেদ রানা, শ্রীমঙ্গল প্রতিনিধি: সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গলের কলেজ সড়কে অবস্থিত রোটারী ক্লাব কমপ্লেক্সে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কামরুন নাহার ঋতুর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়৷
গভর্নরস ম্যান্ডেটরি প্রােগ্রাম ‘স্টাডি সাপোর্ট’ উপলক্ষে এই আর্থিক অনুদান প্রদান করা হয়৷ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ আতিকুল আম্বিয়া সুমন, রোটারী ক্লাবের অন্যান্য সদস্যগণ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রাণী দাশসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারীয়ান নাম সরফরাজ, রোটারীয়ান মশিউর রহমান রিপন, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ান অবিনাশ আচার্য্য, রােটারীয়ান ডা. হরিপদ রায়। রােটারী ক্লাব অব শ্রীমঙ্গল এর সেক্রেটারী রােটারীয়ান শাহ আরিফ আলী নাসিম তার বক্তব্যে বলেন- রােটারী ক্লাব অব শ্রীমঙ্গল সব সময় গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে।
Posted ১২:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad