মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রাজনগরে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯     270 ভিউ
রাজনগরে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

রাজনগর  প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে এক স্কুল ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। বিদ্যালয়ে মডেল টেষ্ট পরীক্ষা দিতে যাওয়ার সময় তাকে তুলে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। পরে ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার ও রাজনগর থানা পুলিশের সহায়তায় মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের চরকারপাড় গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের চরকারপাড় (আব্দুল্লাহপুর) গ্রামের ৫ম শ্রেণীর ওই ছাত্রী আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছিল। যাওয়ার পথে একই গ্রামের তছদ্দর মিয়ার ছেলে আনছার মিয়া (৩৫) তাকে জোর করে সড়কের পাশের একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে চেপে ধরে ধর্ষণ করে। ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে আসেন। তিনি পুলিশকে খবর দিলে রাজনগর থানার পুলিশ এসে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থানায় মামলা হয়নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার বলেন, ঘটনার শিকার মেয়েটিকে নিয়ে তার অভিবাকরা আমার কাছে এসেছিলেন। আমি রাজনগর থানার পুলিশকে খবর দিয়ে তাদের হাসপাতালে ভর্তি করিয়েছি। পূর্ণ আইনি সহায়তা দেয়া হবে বলে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে ।
এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, আমরা ঘটনার শিকার মেয়ের বক্তব্য শুনেছি। সে আনছার নামে একজনের কথা বলেছে। আমারা আসামীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com