রাজনগর প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে ৪টি ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার টেংরাবাজার ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো: ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন ও রাজনগর থানার পুলিশ ফোর্স।
অভিযানকালে টেংরাবাজারে অবস্থিত মিলন কনফেকশনারীকে ১ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত রয়েল ফুডসকে ৩ হাজার, শাহজালাল পোল্ট্রি ফিডকে ৫ হাজার টাকা, দরগার সামনে অবস্থিত শাহজালাল ফুডসকে ১ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
উক্ত অভিযানে খাদ্য পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ, উৎপাদনের তারিখে উল্ল্যেখ না থাকা, পঁচাবাসি ফাস্ট ফুড জাতীয় খাদ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও পশুরোগ বিষয়ক ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।
Posted ৫:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad