মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ১১৮ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও (প‚র্ব) গ্রামের নুনু মিয়ার ছেলে লোকমান মিয়া (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরণ দাস ও বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও এলাকায় অভিযান চালান। এসময় তার বাড়িতে গিয়ে তল্লাশি করলে তার পরিহিত জুতার ভিতর থেকে ১১৮ পিস ইয়াবা উদ্ধার করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এঘটনায় রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, রাজনগর থানার পুলিশ মাদকের বিরোদ্ধে নিয়মিত অভিযান করছে। গোপন সংবাদের ভিত্তিতে লোকমানকে তার বাড়িতে গিয়ে তল্লাশি করলে ১১৮ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Posted ৩:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad