রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে সিএনজি অটোরিক্সার ধাক্কায় জরিফ উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ গাড়িটি আটক করে থানায় রেখেছে। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে মৌলভীবাজার-বালাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মৃত মছদ্দর মিয়ার ছেলে জরিফ উদ্দিন (৫৫) বিদ্যুৎ বিল দিতে রাজনগর উপজেলা পরিষদ সংলগ্ন মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে সিএনজি অটোরিক্সা থেকে নামেন। এসময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় মৌলভীবাজারগামী অপর একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ ১২-৫৩৪১) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি উদ্ধার করা হলেও চালককে আটক করা যায় নি।
রাজনগর থানার ওসি আবুল হাসিম বলেন, সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যাক্তির মৃত্যু হয়েছে জেনেছি। ঘটনাস্থল থেকে গড়িটি আটক করা হয়েছে। এঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad