রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় পাঁচগাঁও ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার বিকেলে করিমপুর চা-বাগান মাঠে টেংরা ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে তাঁরা। পরে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন, রাজনগর থানার ওসি আবুল হাসিম, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন বখত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
Posted ১২:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad