মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে ‘মরহুম মাওলানা আব্দুর রকিব স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কর হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া গ্রামে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এই উদ্যোগে সহযোগিতা করে ‘চেইঞ্জ ফর কিডস’ নামে ইউকে ভিত্তিক একটি সংগঠন।
ফাউন্ডেশনের সভাপতি আব্দুল জলিল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আছকির খান, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, ইউকে প্রবাসী লুৎফুল ইসলাম, ডাঃ আব্দুস সালাম টিটু, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, ইউপি সদস্য দেলোওয়ার হোসেন বাবলু, আব্দুল কালাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফুয়াদ আহমদ মুরাদ প্রমুখ।
Posted ৭:০৩ অপরাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad