মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষীকি উদযাপন করা হয়েছে। বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ বিবেচনায় মুজিববর্ষ পালনে সরকারী নির্দেশনার আলোকে অনুষ্ঠানমালা সংক্ষিপ্ত করে বঙ্গবন্ধুর শততম জন্মদিন পালন করা হয়।
মঙ্গলবার সকাল ৯ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। পরে একে একে উপজেলা পরিষদ, রাজনগর থানা, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মৎস দপ্তর, রাজনগর ইউনিয়ন পরিষদ, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতকিৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঊর্মি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক আকলু মিয়া চৌধুরী, যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, ছাত্রলীগের সভাপতি রুবেল আহম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু প্রমুখ।
এসময় কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মদিন পালন করা হয়। পরে মুজিব বর্ষ উপলক্ষে আয়েজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Posted ৬:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad