মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: সহিংসতা, নির্যাতন, বাল্যবিয়ে ও শোষণের শিকার শিশুদের সুরক্ষার জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিসেফের সহায়তায় ‘চাইল্ড হেল্পলাইন ১০৯৮’ চালু করা হয়েছে।
কোনো শিশু এরকম সমস্যায় পড়লে প্রতিকার চেয়ে এই নম্বরে বিনামূল্যে ফোন করে সহায়তা চাইতে পারে। এক্ষেত্রে শিশু নিজে বা যেকোনো ব্যাক্তি এই নাম্বারে ফোন করে তথ্য জানালে দ্রুত সহায়তা প্রদান করা হয়।
হেল্পলাইনের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুকে প্রয়োজনে মোবাইল টিমের মাধ্যমে উদ্ধার ও পরবর্তী বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে রাজনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘চাইল্ড হেল্পলাইন ১০৯৮’ শীর্ষক এক ওরিয়েন্টেশন কর্মশালায় এমন তথ্য জানিয়েছেন সমাজসেবা কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মুত্তাকিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর থানার এসআই অজিত তালুকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এনজিও সংস্থার প্রতিনিধি বৃন্দ।
Posted ৫:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad