রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সোমবার (০৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মিনাল কান্তি দেবের বাড়িতে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মতিলাল দেবের ছেলে মিনাল কান্তি দেবের সাথে একই ইউনিয়নের টেংরা গ্রামের বিষ্ণুপদ দাসের মেয়ে সঞ্চিতা রাণী দাসের (২১) বিয়ে হয়। তাদের সংসারে ১১ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এঘটনার কয়েকঘন্টা পর ফ্যানের সাথে সঞ্চিতার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি রাজনগর থানার পুলিশকে খবর দিলে তারা গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, সকালে স্বামীর সাথে সঞ্চিতার ঝগড়া হয়। পরে সকাল ১০ টার দিকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে জানালে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
Posted ১:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad