মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তারকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার সম্প্রতি দুর্নিতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক পদে ঢাকায় বদলি হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, রাজনগর থানার ওসি আবুল হাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিলন বখত, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য শংকর দুলাল দেব, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ।
Posted ৬:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad