রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি, ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. সফর (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজীউন)। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার এ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার পাঠানটুলা গ্রামে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
তিনি দীর্ঘ ১১ বছর উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সাল থেকে তিনি রাজনগর মুহাম্মদীয়া আলিয়া মাদরাসার ম্যানিজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সমাজ সেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ২ ছেলে ও ২ মেয়ে যুক্তরাজ্য প্রবাসী।
Posted ৪:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad