মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে রোববার সকালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেটের উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং কার্যক্রম ছড়িয়ে দিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশব্যাপী তাদের আউটলেটে সেবা চালু করছে।
এজেন্ট মালিক মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মুহিবুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, রাজনগর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জিলাল উদ্দিন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোঃ আবু ছায়েদ, সমাজ সেবক শাহাব উদ্দিন, মুন্সিবাজার জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, ব্যবসায়ী ফারুক আহমদ, সাংবাদিক আব্দুল আজিজ ও আব্দুল ওয়াদুদ প্রমুখ।
Posted ৬:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad