বুধবার ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন

শনিবার, ১৫ আগস্ট ২০২০     103 ভিউ
যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ) সকাল ১০ টায় শোক দিবস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন, আব্দুল মজিদ কলেজ ও বিজয় সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ পরবর্তী উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, ইসলামিক ফাউণ্ডেশনের এমসি মাওলানা মিজানুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক।

এসময় উপস্থিত ছিলেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শামীম আল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধিরাজ নন্দী চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা,পল্লি সঞ্চয় ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমদ, শিশু কর্মকর্তা হাসান কবির, ইউআরসি ইন্সট্রাকটর আব্দুল মান্নান, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা আক্তার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, থানার এসআই আলাউদ্দিন, মনিরুজ্জামান, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিতসহ প্রমুখ।

আলোচনা সভার পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়৷ পরে শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৩ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com