রাজনগর প্রতিনিধি :- মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুর নগর ইউনিয়ন থেকে ১৫ নভেম্বর শুক্রবার সুমা (১৮) নামক এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার চিক্কা গ্রামের বারাম উল্লাহর মেয়ে সুমি শুক্রবার সকালে সবার অজান্তে গলায় উড়না দিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে মারা যায়। পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায় নি?
রাজনগর থানার এসআই মনির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে রাজনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad