অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি: বেসরকারী উন্নয়ন সংস্থা আশা মৃত্যু দাবীর পাচঁ লক্ষ টাকা পরিশোধ করলো। মঙ্গলবার সকালে আশা সড়কের বাজার আঞ্চলিক কার্যালয়ে চেক বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশা সড়কের বাজার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রতিরোধ তালুকদারের সভাপতিত্বে ও সহকারী ব্যবস্থাপক সমীরন চন্দ্র নাথের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন আশার গোলাপগঞ্জ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার চন্দন কুমার দেব। বক্তব্য দেন মোঃ আব্দুল করিম, জাহেদ আহমদ,দিপংকর মালাকার, মিন্টু দেবনাথ প্রমুখ।
সিলেট জেলার কানাইঘাট উপজেলার সড়কের বাজার শাখার অধিনে জয়ফৌদ গ্রামের বেসরকারী উন্নয়ন সংস্থা আশার ঋণী সদস্য তছির আলীর মৃত্যুজনিত কারণে তার পরিবারের নিকট সংস্থার পক্ষ থেকে ৪লক্ষ ৫৮হাজার ৮৯৬টাকা মৃত্যুজনিত দাবী পরিশোধ করা হয়েছে। তছির আলী আশা হতে ৪লক্ষ ৫৩হাজার ৮৯৬টাকা ঋণ গ্রহণ করে কোন টাকা পরিশোধ না করে মৃত্যুবরণ করায় আশা তার সমুদয় ঋণ মওকুফ করে দেয়। মরহুমের দাফন ও কুলখানির জন্য তার পরিবারের নিকট অতিরিক্ত ৫হাজার টাকা হস্থাস্তর করেন। চেক গ্রহণ করেন তছির আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম।
Posted ৬:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad